ডাকাতরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। © সংগৃহীত।
February 26, 2023
February 25, 2023
গোলাপগঞ্জে মায়ের সামনে থেকে জোরপূর্বক কিশোরীকে অপহরণ
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মায়ের সামনে থেকে জোরপূর্বক এক হিন্দু কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে। এঘটনার ৬দিন পরও উদ্ধার করা সম্ভব হয়নি ওই কিশোরীকে৷
গত (১৯ ফেব্রুয়ারী) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ এলাকার বিদাইটিকর গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে ৪জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-২৪, তাং, ২৩/০২/২০২৩ইং) দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারী রাত অানুমানিক সাড়ে ১১টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যায়। তখন পূর্ব থেকে ওতৎ পেতে থাকা প্রতিবেশী তারেক আহমদ (১৯) সহ আরও ৪/৫জন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাচ্ছে দেখে মেয়ের মা চিৎকার দিয়ে ওঠেন। একপর্যায়ে অনেক চেষ্টা করেও তাদের আটকাতে না পেরে তিনি নিজে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। পরবর্তীতে চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে কিশোরীর মাকে ঘরে নিয়ে যান।
এব্যাপারে কোন সুরাহা করতে না পেরে পরদিন স্থানীয়দের পরামর্শে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (ডায়েরী নং-১০০৮, তাং ২০/০২/২৩) করেন।
এদিকে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর কাছে বিচারপ্রার্থী হলে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে থানায় ৪জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৪/৫জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অপহরণের ৬দিন পেরিয়ে গেলেও ভিকটিমকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
ভিকটিমের পরিবার জানায়, অভিযুক্ত তারেক কিশোরীকে স্কুলে যাওয়া আসার সময় দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ নানা প্রকার উৎপাত করে আসছিল। একপর্যায়ে কিশোরীর পড়ালেখা বন্ধ হয়ে যায়। পরে তাকে নিরাপত্তার স্বার্থে নিকট আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গত কয়েকদিন আগে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরলে পূর্ব থেকে ওতৎ পেতে থাকা অভিযুক্ত যুবক সন্দেহজনক ভাবে বাড়ির আশেপাশে ঘুরাফেরা করতে থাকে এবং ওইদিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভিকটিম ঘর থেকে বের হলে অভিযুক্তরা কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে ভিকটিমের মাসহ পরিবার মেয়েকে উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা কামনা করছেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কিশোরীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্ঠা চলছে।
February 19, 2023
গোলাপগঞ্জের ২ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহিদমিনার
নিজস্ব প্রতিবেদক : ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও এখনও গোলাপগঞ্জ উপজেলার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহিদমিনার। ফলে মহান ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের পুষ্পস্তবকের মাধ্যমে যথাযত শ্রদ্ধা নিবেদনের বিষয়টি উপেক্ষিতই রয়ে গেছে।
সিলেটে স্থানীয় সরকারের প্রকল্প: এক টয়লেট বানাতেই ৩০ লাখ
February 17, 2023
ব্রয়লার মুরগির দামে রেকর্ড, গরু ৭৫০
নিজস্ব প্রতিবেদক : বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এক মাসের ব্যবধানে বেড়েছে ১০০ টাকা। গত কয়েকদিন ধরে খুচরা বাজারে ব্রয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২৫ থেকে ২৩৫ টাকায়। এর আগে দেশের বাজারে কখনো ব্রয়লার মুরগির দাম এতো বাড়েনি।
এমতাবস্থায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অনেক পরিবার প্রোটিন যোগানদানকারী এই ব্রয়লার মুরগি খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন।
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা!
নিজস্ব প্রতিবেদক : আলোচিত সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা হয়েছে। মানহানির এই মামলাটি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। দুর্নীতির মাধ্যমে গোলাপ বিদেশে একাধিক বাড়ি করেছেন বলে যে অভিযোগ তুলেছেন সুমন, সেই প্রেক্ষিতে এই মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করা হয়েছে। এ বিষয়ে আব্দুস সোবহান গোলাপ বলেন, এক সপ্তাহ আগে আমি ব্যারিস্টার সুমনকে নোটিস পাঠাই। তারপর বৃহস্পতিবার তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছি।
ছাত্রলীগের নির্যাতন আইসিইউ থেকে ফেরা দুই ছাত্র মানসিকভাবে বিপর্যস্ত
নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের নির্যাতনে আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দুই ছাত্র সাকিব হোসেন ও জাহিদ হোসেনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠছেন তাঁরা। তবে এখনো মানসিকভাবে মুষড়ে আছেন দুই ছাত্র।
পরিবারের সদস্যরা বৃহস্পতিবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তাঁরা জানান, হাসপাতালে আর কদিন থাকতে হবে, তা চিকিৎসকেরা শনিবার জানাবেন। চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।
ছাত্রশিবির সন্দেহে ৮ ফেব্রুয়ারি চমেক চতুর্থ বর্ষের চার ছাত্রকে প্রধান ছাত্রাবাসের তিনতলার একটি কক্ষে (১৭ সি) নিয়ে মারধর করা হয়। সাকিব ও জাহিদের সঙ্গে আরও দুজন ছাত্রকেও মারধর করা হয়। তাঁরা হলেন আবু রাইয়াত ও মোবাশ্বির হোসেন। দুজনই এখন তাঁদের নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। অবশ্য নির্যাতিত ছাত্রদের পরিবারের পক্ষ থেকে বলা হয়, নির্যাতনের শিকার ছাত্ররা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন।
ছাত্রলীগের নির্যাতনে আহত সাকিব ও জাহিদকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। গত মঙ্গলবার বিকেলে তাঁদের আইসিইউ থেকে ছাত্র কেবিনে স্থানান্তর করা হয়। নিরাপত্তা নিশ্চিতে কেবিনে তাঁদের জন্য সার্বক্ষণিকভাবে দুজন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাকিবের ভাই মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সাকিবের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো। জাহিদও সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকের সঙ্গে তাঁরা কথা বলেছেন। হাসপাতালে থাকতে হবে কি হবে না, তা শনিবার জানাবেন চিকিৎসক।
শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও দুজনই মানসিকভাবে এখনো বিপর্যস্ত বলে জানান মিজানুর রহমান। তিনি বলেন, সাকিব ও জাহিদ দুজনই ঘুমের মধ্যে মাঝে মাঝে কেঁপে উঠছেন।
এই মানসিক অবস্থার কারণে তাঁরা দুশ্চিন্তায় আছেন।
চমেকের প্রধান ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ও সহকারী অধ্যাপক রিজোয়ান রেহান প্রথম আলোকে বলেন, দুই ছাত্রের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁরা আগের চেয়ে সুস্থ আছেন। এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
February 16, 2023
সিলেটকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা
চতুর্থবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কুমিল্লা। গত বছর ফরচুন বরিশালকে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ২০১৫ ও ২০১৯ সালেও বিপিএল ট্রফি ঘরে তুলেছিল কুমিল্লা।
টস হেরে আগে ব্যাট করা সিলেট ১৭৫ রানের পুঁজি নিয়ে ভালোই লড়ছিল কুমিল্লার বিপক্ষে। তবে সিলেটকে ম্যাচে রাখা রুবেল হোসেনই আবার ডুবিয়েছেন দলকে। ষষ্ঠ ওভারে ডিপ স্কয়ার লেগে ৮ রান করা জনসন চার্লসের ক্যাচ ছাড়েন রুবেল। পাঁচবারের চেষ্টায়ও সহজ ক্যাচ তালুবন্দী করতে পারেননি তিনি। জীবন পেয়ে সেই চার্লসই কুমিল্লাকে এনে দেন শিরোপা। ৫২ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান ব্যাটার।
সেই ক্যাচ মিস ছাড়াও ১৭তম ওভারে রুবেল খরচ করেন ২৩ রান। রুবেলের আক্ষেপ বাড়ানোর কাজটি করেন চার্লসই। ওই ওভারের শেষ তিনে বলে ১৬ রান তুলে নেন তিনি। প্রথম তিন ওভারে মাত্র ১৬ রান খরচ করে ২ উইকেট নেওয়া রুবেলের বোলিং ফিগার তাই কোটা পূরণ শেষে দাঁড়ায় ২-৩৯!
লক্ষ্য তাড়ায় নেমে কুমিল্লা করেছিল ঝোড়ো শুরু। তবে সুনীল নারাইনকে ফিরিয়ে সেই ঝড় সাইক্লোনে রূপ হতে দেননি রুবেলই। তৃতীয় ওভারে নারাইনকে ১০ রানে ফেরান তিনি। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই আঘাত হানেন জর্জ লিন্ডে। তিনি ফেরান ২ রান করা ইমরুল কায়েসকে। এরপরই বড় জুটি বাঁধেন লিটন দাস ও জনসন চার্লস।