June 22, 2025

কেক কেটে তারেক চৌধুরীর জন্মদিন উদযাপন

কেক কেটে তারেক চৌধুরীর জন্মদিন উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরীর জন্মদিন কেক কেটে উদযাপন করেন নেতা কর্মীবৃন্দ।

শনিবার (২১ জুন) বেলা ১১:৩০ মিনিটের দিকে সিলেটের একটি কনফারেন্স রুমে কেক কাটা হয়।

নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরী। আজকে রাত ১১:৩০ মিনিটে তারেক চৌধুরীর জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও বিএনপি'র আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিটি সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী নেতা কর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কেটে উদযাপন করেন।

তারেক চৌধুরী গণমাধ্যমকে বলেন, জন্মদিন বিশেষ কোনো দিন আমি মনে করি না সবদিনের মতো একটি দিন এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে তিনি আরও বলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও বিএনপি'র আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিটি সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাপগঞ্জ পৌরসভায় বিগত নির্বাচনে ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন সহ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।