নিজস্ব প্রতিবেদক: ‘ডামি নির্বাচন’ বর্জনের আহ্বান জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এখন যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে তা হলো তামাশা আর প্রতারণার নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩ জনপ্রিয় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে।’
নাহিদুল ইসলাম বলেন, ‘অবৈধ সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করছে, গায়েবি সাজা দিয়ে এমনকি হত্যা করে দেশজুড়ে এক ভয়ংকর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।’
গোলাপগঞ্জের অসংখ্য ছাত্রদল নেতাকর্মীকে মিথ্যা মামলার আসামি বানানো হয়েছে ও গ্রেপ্তার সহ অসংখ্য নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া বলে উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, ‘কারাগারের ভেতরেও নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম নির্যাতন চলছে।’
এছাড়া জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।