ঢাকা: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী'র সুস্থতা কামনায় দেশবাসী সহ সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি।
তারুণ্যের সমাবেশ শেষে অসুস্থ হয়ে পড়েন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
চিকিৎসক জানিয়েছেন, রোববার সন্ধ্যায় তার রক্ত বমি হয়। সেই সঙ্গে মাত্রাতিরিক্ত ডায়বেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এ অবস্থায় চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়াতে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি এখন ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই দোয়া কামনা করেন।