April 14, 2023

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নাহিদুল ইসলাম

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নাহিদুল ইসলাম

 

নিজস্ব প্রতিবেদক, শুভেচ্ছা বার্তায় গোলাপগঞ্জ তরুণ সংঘের সভাপতি নাহিদুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা ও দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

নববর্ষ উপলক্ষে এক বাণীতে নাহিদুল ইসলাম বলেন, 'পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন। আনন্দঘন এ দিনে আমি গোলাপগঞ্জ উপজেলা ও দেশের বাইরে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।'

তিনি বলেন, 'বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। নতুনের বার্তা নিয়ে বেজে উঠে বৈশাখের আগমনী বার্তা। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। ফসলি সন হিসেবে মোঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ সমগ্র বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে।' নাহিদুল ইসলাম বলেন, 'পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ। বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা।'

নাহিদুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ আমাদেরকে উদার হতে শিক্ষা দেয় এবং জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয়ে বিশ্বমানবের সঙ্গে মিশে যাওয়ার শক্তি যোগায়।

তরুণ সংঘের সভাপতি প্রত্যাশা ব্যক্ত করেন যে, নতুন বছর সকল অশুভ ও অসুন্দরের উপর সত্য ও সুন্দরের জয় এবং ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর করে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। 

দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'শুভ নববর্ষ'।




April 12, 2023

ডা. জাফরুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

ডা. জাফরুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

 


নিজস্ব প্রতিবেদক 
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শোক জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, ওষধশিল্প ও জনস্বাস্থ্য খাতে ডা. জাফরুল্লাহর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’


প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন ভাস্কুলার সার্জন। তিনি মূলত জনস্বাস্থ্য চিন্তাবিদ। ১৯৮২ সালের ওষুধনীতি দেশকে ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ করে, ওই নীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। বহির্বিশ্বে তাঁর পরিচয় বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের সমর্থক ও সংগঠক হিসেবে।


১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ভারতের ত্রিপুরায় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল গড়ে তোলায় বিশেষ ভূমিকা ছিল জাফরুল্লাহ চৌধুরীর।


যুক্তরাজ্যে অবস্থানরত চিকিৎসকদের মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করা, হাসপাতালের জন্য ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করার ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা ছিল। যাঁদের আগে কোনো প্রশিক্ষণ ছিল না, এমন নারীরা কয়েক দিনের প্রশিক্ষণ নিয়েই হাসপাতালে সেবার কাজ করেছিলেন।


বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সেই অভিজ্ঞতা জাফরুল্লাহ চৌধুরী কাজে লাগিয়েছিলেন ১৯৭২ সালে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে।







April 08, 2023

সরকার মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে : ইসহাক সরকার

সরকার মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে : ইসহাক সরকার


জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছে। সরকারের অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেই মামলা-হামলার শিকার হতে হবে। এদেশে কেউ ভালো নেই বলতে পারবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে না খেয়ে মৃত্যু পথযাত্রী হলেও এর কোনো প্রতিবাদ করা যাবে না। সর্বাবস্থায় বলতে হবে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের ব্যাপক উন্নতি হচ্ছে, দেশে এখন মেঘা প্রকল্প চলছে।

 

তিনি বলেন, আইনশৃঙ্কলা বাহিনীকে নিজেদের কর্মীর ভূমিকায় দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়েছে। তারা এখন আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর মতো আচরণ করতে শুরু করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দমন পিড়নেই তারা ব্যস্ত।

 

ইসহাক সরকার বলেন, বর্তমানে গণমাধ্যমের উপরও কর্তৃত্ব চালানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের গ্রেপ্তার হওয়াটা তার চূড়ান্ত দৃষ্টান্ত। ওই প্রতিবেদনটি সরকারের বিরুদ্ধে চলে যাওয়াতে তার উপর এমন প্রতিশোধ নিয়ে দেশের গণমাধ্যমকে আতঙ্কে রাখার চেষ্টা চলছে। কিন্তু তারা জানে না যে, দেশের মানুষ একবার ঘুরে দাঁড়ালে পালানোর আর পথ খোলা থাকবে না।

তিনি বুধবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদের আমন্ত্রণে তাঁর বাড়িতেই এ ইফতার মাহফিলে আয়োজন করা হয়। এসময় স্বাগত বক্তব্যে তিনি বলেন, মানুষের জীবনমান এখন মেঘা উন্নয়নে চাপা পড়ে যাচ্ছে। দেশে এত বেশি উন্নয়ন হচ্ছে যে, নিম্নবিত্তদের কাতারে মধ্যবিত্তরাও চলে এসেছে। একটা সময় মধ্যবিত্তরা লজ্জায় নিজেদের কষ্ট আড়াল করলেও সাম্প্রতিক সময়ে ত্রাণ দিতে গেলে একই লাইনে মধ্যবিত্তদেরও দেখা যায়। এটাই হলো বর্তমান দেশের উন্নয়নের চিত্র।

 

তিনি বলেন, যে দেশে এক হালি লেবু কিনতে দুইশ টাকা লাগে, সেদেশের মানুষকে ডাল-ভাতের পরিবর্তে লেবু খেয়েই জীবন কাটাতে হবে।

 

ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতউর রহমান আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম পুতুল, জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিকুর রহমান মহি, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, জেলা বিএনপির-সহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি